হিলিতে ট্রাকে পেট্রলবোমা, নিহত ২
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: পিঁয়াজবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তদের ছুঁড়া পেট্রলবোমা হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন ।এ ঘটনা ঘটেছে হিলির ইটাই বাওনা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায়। নিহতরা দুজন হলেন ট্রাকচালক শাহনেওয়াজ ও পিঁয়াজ ব্যবসায়ী আদিলুর রহমান। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, পিঁয়াজ বোঝাই করে ট্রাকটি গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে যাওয়ার উদ্দেশে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ছেড়ে আসে। হিলির ইটাই বাওনা এলাকায় একদল দুর্বৃত্ত ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে মারে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে তাতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলেই ট্রাকচালক ও পিয়াঁজ ব্যবসায়ী নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা স্বীকার করে হাকিমপুর থানার উপপরিদর্শক এস আই হাসান আলী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছানোর পরে দুজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়।
নিহত ট্রাকচালক শাহনেওয়াজ হিলির ধরন্দা গ্রামের ওয়াজেদ আলীর (ফেলা) ছেলে। পিঁয়াজ ব্যবসায়ী আদিলুর রহমান সাদুল্যাপুর এলাকার মৃত রজব আলীর ছেলে।