মার্চে ইতালি-স্পেন প্রীতি ম্যাচ খেলবে
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৪ ২:০৮:০৭ অপরাহ্ন
মো: মাহিম মোগল,ঢাকা: চলতি ২০১৪ সালের মধ্যেই ব্রাজিল বিশ্বকাপের দলঘোষণার আগে শিষ্যদের আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন স্পেন কোচ ভিসেন্তেদেল বস্ক।
চলতি বছরের ৫ মার্চে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম ভেন্যু ক্যালেদন স্টেডিয়ামেইতালির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়ন দলটি। শুক্রবারস্পেন ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করে।
প্রসঙ্গত, স্পেন ও ইতালির মধ্যে এই ম্যাচটি হবে দুই দলের মধ্যে ৩৩তম ফুটবলীয় লড়াই।যেখানে ১০টি জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আজ্জুরিরা। আর নয়টি জয় পায়স্পেন। বাকি ১৩ বার অমিমাংসিত থাকে দুই দলের সম্মুখ সমর।