সিলেটে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে গ্রেপ্তার
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৫ ২:১৫:৩৫ অপরাহ্ন
সিলেট: নির্বাচন বানচাল করতে এবং বড় ধরনের নাশকতা চালানোর অবিযোগে সিলেট জেলা ও মহানগরীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আইয়ুব জানান, ‘কোতোয়ালি থানা পুলিশ দুই জন, জালালাবাদ থানা তিন জন, শাহপরান থানা একজন ও মোগলাবাজার থানা দুই পুলিশজনকে গ্রেপ্তার করেছে।
’এছাড়াও সিলেট জেলা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানিয়েছেন আইয়ুব।