অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ ইংল্যান্ড
রুহুল আমীন,ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ এবং পঞ্চম টেস্টেও হেরেছে ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ রোববার পঞ্চম টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায় অ্যালিস্টার কুকের দল।
এর ফলে পঞ্চম টেস্টে ২৮১ রানের বড় জয় পায় মাইকেল ক্লার্কের দল। সেইসঙ্গে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেল ইংলিশরা।
ইংলিশদের বিপক্ষে ব্রিসবেন, অ্যাডিলেড, পার্থ, মেলবোর্ন টেস্টে এককইভাবেই আধিপত্য বিস্তার করেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। নতুন বছরের শুরুতেই ৪-০ ব্যবধানে এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়েই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টেস্টে খেলতে নেমেছিল মাইকেল ক্লার্কের দল।
সিডনিতেও যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। স্বাগিতক বোলারদের কাছে নাকানি-চুবানি খেয়ে দুই ইনিংসের কোনটিতেই দাড়াতে পারেনি অ্যালিস্টার কুকের দল।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে মাত্র ১৫৫ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৭৬ রান কওে অসিরা।
জবাবে মাত্র ১৬৬ রান তুলতেই ১০ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। এর ফলে শেষ টেস্টে আজ ২৮১ রানে লজ্জাজনকভাবে হার মানে সফরকারী ইংল্যান্ড।দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪৩ এবং ৪২ রান আসে যথাক্রমে কারবারি এবং স্টুয়ার্ট ব্রড।সফরকারী দলের ইনিংসে আঘাত হানার মূল নায়ক অসি পেসার রায়ান হ্যারিস। মাত্র ২৫ রানের বিনিময়েই ইংলিশদেও ৫ মূল্যবান উইকেট দখল করেন তিনি। এছাড়া মিচেল জনসন ৩টি ও নাথান লায়ন ২টি কওে উইকেট দখল করেন।
৫ উইকেট নিয়ে ইংলিশদেও অল্প রানেই বেধে দেয়ার নায়ক রায়ান হ্যারিস জিতেন ম্যাচ সেরার পুরস্কার। আর পুরো সিরিজেই দ্যূতি ছড়ানো মিচেল জনসন ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।