বেনাপোল: দেশের দশম জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিশেষ নিরাপত্তার জন্য রোববার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে রোববার এ পথে কোন আমদানি-রফতানি হয়নি।
আমদানি-রফতানি বন্ধ থাকায় দু‘দেশের সীমান্তে আমদানি-রফতানি পণ্য নিয়ে শত শত পণ্য বোঝাই ট্রাক আটকে পড়েছে। অপর দিকে বাংলাদেশে প্রবেশের পর পাসপোর্ট যাত্রীরা ১৮ দলীয় জোটের ডাকা হরতালে আটকা টড়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলী জানান, বাংলাদেশে রোববার জাতীয় নির্বাচন হচ্ছে। সরকার সরকারি ছুটি ঘোষনা করেছে।
নির্বাচনের নিরাপত্তার কারণে রোববার এ পথে কোন আমদানি-রফতানি কার্যক্রম ঞযনি। তবে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থায় কার্গো শাখা খোলা রাখা হয়েছে।
সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি যথারীতি চলবে। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশে নির্বাচন উপলক্ষে সরকারী ছুটি থাকায় রোববার পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে রফতানি-আমদানি বন্ধ ছিল।
সোমবার সকাল থেকে পূনরায় বাণিজ্য চলবে। সীমান্ত বানিজ্য বন্ধ থাকার কারনে উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে তিনি জানান।