নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে:তোফায়েল
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও অন্তর্র্বতীকালীন সরকারের মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় গণতন্ত্রের বিজয় হয়েছে। আর বিরোধী দলের ষড়যন্ত্রের কোন আন্দেলন এদেশের জনগণ সফল হতে দেয়নি।
রোববার বিকেল ৪টায় সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ভোট পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন আ’লীগের উপদেষ্টামণ্ডলীয় সদস্য তোফায়েল আহমেদ।
সব বাধা উপেক্ষা করে আ’লীগ সরকার জনগণের সামনে একটি সুষ্ঠু নির্বাচন উপস্থাপন করতে পেরেছে। দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে।
তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেত্রীর কোনো আন্দোলনই সফল হয়নি। সর্বশেষ নির্বাচন প্রতিহত করার ডাকেও মানুষ সাড়া দেয়নি। সারা দেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সহিংসতার মধ্যে মানুষ ভোট দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘দক্ষিণ এশিয়ার নির্বাচন পর্যবেক্ষক আশুতোষ জিন্দাল বলেছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। সুতরাং আ’লীগ একটি সুষ্ঠু নির্বাচন উপস্থাপন করতে পেরেছে। গণতন্ত্রের বিজয় হয়েছে।