ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা-লড়াই থেকে বেশ পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা চলছেই। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি।
তবে চেলসি ও লিভারপুলের চতুর্থ রাউন্ডে উঠতে সমস্যা হয়নি। চ্যাম্পিয়নশিপ বা প্রথম বিভাগ লিগের দল ডার্বি কাউন্টির মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি। জোসে মরিনিয়োর দলের দুই গোলদাতা নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওবি মিকেল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অস্কার।
দ্বিতীয় বিভাগের দল ওল্ডহ্যাম অ্যাথলেটিকের বিপক্ষে লিভারপুলের জয়ের ব্যবধানও ২-০। ঐতিহ্যবাহী দলটির প্রথম গোল স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো আসপাসের। পরের গোলটি আত্মঘাতী।
ম্যানচেস্টারে ১২ মিনিটের সময় ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রটলেজের গোলে এগিয়ে যায় সোয়ানসি সিটি।তবে চার মিনিট পরই সমতা নিয়ে আসেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেস।
৮০ মিনিটে বড় এক ধাক্কা খায় ম্যান ইউ। সরাসরি লাল কার্ড দেখে বেরিয়ে যান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও।ইনজুরি সময়ে আইভরি কোস্টের স্ট্রাইকার উইলফ্রিড বনির লক্ষ্যভেদে স্মরণীয় জয় পেয়ে যায় সোয়ানসি সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েলসের দলটির এটাই প্রথম জয়।