রুহুল আমীন,ঢাকা: Eusebio_Ronaldo_picপর্তুগালের ফুটবল কিংবদন্তি ইউজেবিওকে হারিয়ে তার স্বদেশ তো বটেই, পুরো ফুটবল বিশ্ব এখন শোকে আচ্ছন্ন। দেশের ইতিহাসের সেরা ফুটবলারের প্রতি সম্মান জানিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পর্তুগিজ সরকার।

রোববার সকালে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা যান ইউজেবিও। তার বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কিছু দিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন ১৯৬৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। গত বছর কয়েকবার তাকে হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল।

পর্তুগালের ক্রীড়াঙ্গনের এই সময়ের সবচেয়ে বড় তারকা, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো পূর্বসূরীর আত্মার শান্তি কামনা করে টুইটারে লিখেছেন, “সবসময় চিরন্তন থাকবেন ইউজেবিও, শান্তিতে ঘুমান।”

দেশটির সাবেক তারকা ফরোয়ার্ড লুইস ফিগো ইউজেবিওকে ‘রাজা’ আখ্যায়িত করে এই মৃত্যুকে বর্ণনা করেছেন ফুটবলের বিরাট ক্ষতি হিসেবে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুটো বড় ক্লাবের হয়েই খেলার অনন্য গৌরবের অধিকারী ফিগো টুইটারে লিখেছেন, “তিনি ছিলেন রাজা। আমাদের সবার জন্য এটা বিশাল ক্ষতি। তিনি একজন অসাধারণ ফুটবলার।”

ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ জোসে মরিনিয়োও পর্তুগালের মানুষ। স্বদেশের ফুটবল-কিংবদন্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি তিনি অমর। আমরা সবাই জানি ফুটবলে তার মুল্য কতখানি, বিশেষ করে পর্তুগিজ ফুটবলে।”

পর্তুগালের একটি রেডিও ও টিভি সংস্থাকে চেলসির কোচ মরিনিয়ো আরো বলেন, “তিনি শুধু অনুপ্রেরণাদায়ীই ছিলেন না। তিনি ছিলেন ফুটবলের মুল্যবোধ, নৈতিকতা ও অনুভূতিকে সমুন্নত রাখা এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমনকি অবসর নেয়ার পরও।”

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারও শোকাহত। টুইট করে তিনি জানিয়েছেন, “ফুটবল একজন কিংবদন্তিকে হারালো। তবে সর্বকালের সেরাদের মধ্যে থেকে তার অবস্থান কেউ কেড়ে নিতে পারবে না।”

অধিনায়ক ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের মধুর স্বাদ পাওয়া জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার টুইটারে লিখেছেন, “সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন চলে গেলেন। আমার বন্ধু ইউজেবিও মারা গেছেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার রুড খুলিটও বিষন্ন। তিনি লিখেছেন, “একজন অসাধারণ ফুটবলার আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের অনেক দুর্দান্ত এবং সুন্দর ফুটবল-মুহূর্ত উপহার দেয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই।”

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, “বেনফিকার (পর্তুগালের দল) কিংবদন্তি ইউজেবিওর মৃত্যু সংবাদ শুনে আমরা শোকাহত। তিনি ছিলেন একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমাদের ক্লাবের বন্ধু।”