আমতলী উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২৪
আমতলী: সোমবার সকালে নির্বাচন পরবর্তী সহিংসতায় আমতলী ও তালতলী উপজেলায় ২৪ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল এবং বরগুনা হাসপাতালে পাঠানো হয়। তালতলী ফকিরহাট বাজারে একটি ওষুধের দোকান ভাংচুর করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে যৌথ ও নৌ-বাহিনী শহরের টহল জোরদার করেছে।জানাগেছে, সোমবার সকাল ১১ টায় আমতলী পৌর শহরের বাধঁঘাট বটতলা এলাকায় নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়।
আহতদের আমতলী হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে খোকন মৃধা (৫০), রিয়াজ (৩০), ফেরদৌস মোল্ল¬া (২৮), মাহবুব (৪০), ফরিদ মেলকারকে(৪২) সংকটজনক অবস্থায় বরিশাল শেরে-এ- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে তালতলীর ফকিরহাট বাজারে দু’দল সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় হিরু মিয়া (১৮), হিমু (২০), খলিল ফরাজী (২৬), ইব্রাহিম (৩৩), টুকু শিকদার (২৮), ছোবাহান (৩০), আবুল হোসেন,ও মালেককে (৪০) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আহতদের তালতলী ও বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্বৃত্তরা ফকিরহাট বাজারের তানিয়া মেডিকেল হল ভাংচুর করেছে। শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।