ফেনীতে পেট্রোলবোমায় চালক নিহত
ফেনী: অবরোধ-হরতালের মধ্যে পোশাক কারখানার পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে পেট্রোল বোমায় নিহত হয়েছেন এক কভার্ড ভ্যান চালক।
ফেনী হাইওয়ে পুলিশের পরিদর্শক এএসএম জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত ১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ এলাকায় এ ঘটনায় ভ্যান চালকের সহকারীও দগ্ধ হয়েছেন।
নিহত শাহ আলম (৩২) কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জগৎ গ্রামের বাসিন্দা। আগুনে তার মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।তার সহকারী আল আমিনকে (৩০) দগ্ধ অবস্থায় মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জাহাঙ্গীর জানান।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক জাহাঙ্গীর বলেন, গভীর রাতে ফেনীর ওই এলাকায় কভার্ডভ্যানটি পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোড়ে।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পরে পুলিশ ও ফায়ার ব্রিগেডকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ঝলসে যায় শাহ আলমের শরীর।দ্রুত দুজনকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন বলে পরিদর্শক জাহাঙ্গীর জানান।