রোববার থেকে শুরু হচ্ছে বিসিএলের দ্বিতীয় আসর
রুহুল আমীন,ঢাকা: চার দলের অংশগ্রহণে ফ্রাঞ্চাইজি নির্ভর বিসিএলের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী ১২ জানুয়ারী। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সন্ধ্যায় তিন ফ্রাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে চতুর্থ ফ্রাঞ্চাইজির মালিক অবশ্য বিসিবি নিজেই। বিসিবি সহ তিন ফ্রাঞ্চাইজির সম্মতিক্রমে আগামী ১২ জানুয়ারী থেকে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে বিসিবি’র লজিস্টিক কমিটির চেয়ারম্যান ড.আই এইচ মল্লিক বলেন,‘শ্রীলংকা সফরের আগে আমরা চেয়েছিলাম ক্রিকেটাররা মাঠে ব্যস্ত থাকুক। তাই প্রথম শ্রেণীর টেস্ট ক্রিকেটের উপর আমরা জোর দেই।
সোমবার আমরা প্রাথমিকভাবে তিন ফ্রাঞ্চাইজিদের নিয়ে বৈঠকে বসি। তাদের সম্মতিক্রমেই আগামী ১২ জানুয়ারী থেকে বিসিএল মাঠে গড়াবে।’ তিনি আরও বলেন,‘শ্রীলংকা সফরের আগে প্রথম দুই রাউন্ডের ম্যাচ বিকেএসপির দুটি মাঠে অনুষ্ঠিত হবে। পরের একটি রাউন্ড টি-২০ বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে। সিঙ্গেল লেগের খেলা হওয়ায় তিন রাউন্ডের ম্যাচ শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে।’
এদিকে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রধান সমন্বয়ক উদয় হাকিম বলেছেন,‘বিসিবি’র প্রস্তাব পাওয়া মাত্র আমরা খেলতে রাজি হয়েছি। শ্রীলংকা সফরের আগে বিসিএল একমাত্র টুর্নামেন্ট যা দিয়ে খেলোয়াড়রা অনেক উপকৃত হবে। তবে দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা দু’দিন খেলা পিছিয়ে দেবার অনুরোধ করেছি।’
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন, গেম ডেভালপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠানটির অপরারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, প্রাইম ব্যাংকের ড. ইকবাল আনোয়ার ও ইসলামী ব্যাংকের মি.আতাউর রহমান। উল্লেখ্য, প্রথম আসরের বিসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ‘ওয়ালটন সেন্ট্রাল জোন।’