স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আবদুল হামিদরাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এডভোকেটের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার বিকালে বঙ্গবভনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে বলে জানা গেছে।

গত ৫ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটিই হবে প্রথম সাক্ষাৎ।

বঙ্গভবন সূত্রের বরাতে ইউএনবি কানেক্ট জানায়, রাষ্ট্রপতির সঙ্গে মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের দুই দিন পর রাষ্ট্রপতির সঙ্গে আজ বিকেলে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিরোধীদলীয় জোটের বর্জনের মধ্যদিয়ে দশম জাতীয় সংসদের ভোটগ্রহণ গত রোববার অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির সঙ্গে বিকেলে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।