১৮ দলের ৪৮ ঘন্টার হরতাল ১২ ঘণ্টা বেড়েছে
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৭ ৬:২৭:৫৮ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতালের সঙ্গে যোগ হয়েছে আরো ১২ ঘণ্টা। এখন হরতালের সময়সীমা দাড়ালো ৬০ ঘন্টা। বুধবার সন্ধ্যা ৬টা হরতাল শেষ হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এ ঘোষণা দেন। পাশাপাশি তিনি ১১ জানুয়রি দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন।
একইসঙ্গে ১০ জানুয়ারি দেশের সকল মসজিদ,মন্দির ও গীর্জায় সরকারের দমন নীপিড়নের প্রতিবাদে প্রার্থনা করতে দেশবাসীকে আহবান জানান সেলিমা রহমান।
এর আগে সোমবার ভোর ৬টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টার হরতাল শুরু হয়।