বিজয় দিবস হকিতে ঊষার বিশাল জয়
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৮ ৯:২৬:১৬ অপরাহ্ন
ঢাকা: বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে।ডিফেন্ডার মামুনুর রহমান চয়নের চার গোল করে দলের বড় জয়ে অবদান রাখেন। পেনাল্টি কর্নার থেকে তিনি ম্যাচের ১২, ২৫, ২৮ ও ৫৭ মিনিটে চারটি গোল করেন।
মিডফিল্ডার জাহিদ বিন তালিব, কৃষ্ণ কুমার, মাইনুল ইসলাম কৌশিক দুটি করে গোল করে দলকে বড় জয় পাইয়ে দেন। এছাড়া বেলাল হোসেন, সারোয়ার হোসেন ও তাপষ বর্মণ করেন একটি করে গোল।আজাদের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মহসিন।
বৃহস্পতিবার টুর্নামেন্টের তৃতীয় দিনে সোনালী ব্যাংক ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এবং অ্যাজাক্স ও আজাদ এসসি মুখোমুখি হবে।মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেড ৮-০ গোলে হারিয়েছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে।