আনোয়ারায় পুলিশ ও শ্রমিক সংঘর্ষে নিহত ১
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৯ ৪:২১:১৪ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা: চট্রগ্রামের আনোয়ারায় পুলিশ ও শ্রমিক সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
কোরিয়ান ইপিজেড এ বেতন ভাতা নিয়ে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে হলে এ নিহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়। এদিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করছে।