রুহুল আমীন,ঢাকা: নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা দল। দুই দেশের ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে আলোচনায় এটি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস সাংবাদিকদের জানান, দুবাইয়ে আইসিসির সভার ফাঁকে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধানের বাংলাদেশে নির্ধারিত সফরে আসার নিশ্চয়তা দিয়েছেন।
আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল।বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে শঙ্কার কথা জানিয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।
তবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বিসিবির একটি প্রতিনিধি দল।অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফররত ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে গত ৮ ডিসেম্বর ওয়ানডে সিরিজ থেকে প্রত্যাহার করে নেয় দেশটির ক্রিকেট বোর্ড ডব্লিউআইসিবি।
এ কারণে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।গত ২৬ নভেম্বর থেকে বিরোধী দলের ডাকে দফায় দফায় অবরোধে সারাদেশে বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটছে।