২৪ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসছে না : অ্যাটর্নি জেনারেল
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-০৯ ৫:৫৬:৪৫ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বর্তমান সরকার আইনের অধীনেই আছেন। তারা এখনো কোনো আইনের ব্যত্যয় ঘটায়নি। তাই সংবিধান অনুসারে ২৪ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসছে না।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদিকদের সামনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি আরো বলেন, ‘এমপিদের শপথগ্রহণ শেষে প্রেসিডেন্ট নোটিশ দেবেন। প্রেসিডেন্টের নোটিশের ভিত্তিতে পরবর্তী সংসদ অধিবেশন বসবে।
’মাহবুবে আলম আরো বলেন, ‘মন্ত্রীরা আইন প্রণয়ন করতে পারেন না। আইন প্রণয়নের ক্ষমতা এমপিদের ওপর।
যেহেতু এখন সংসদ নেই তাই সাংসদদের আইন প্রণয়নের ক্ষমতাও নেই।’সরকারের মেয়াদ সম্পর্কে তিনি বলেন, ‘সংসদের প্রথম অধিবেশন থেকেই সরকারের পাঁচ বছর মেয়াদ নির্ধারন করা হবে।’