পাল্টাপাল্টি আগুন আ’লীগ-বিএনপি অফিসে
পিরোজপুর: পিরোজপুরে আ’লীগ ও বিএনপি অফিসে পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার সকালে। ঘটনার পর থেকে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে। দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে মালিকরা।
জানা গেছে, আজ ভোররাতে শহরের শহীদ ওমর ফারুক সড়কস্থ জেলা আ’লীগ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুনে আ’লীগ অফিস ও পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে সকালে ছাত্রলীগ ও যুবলীগ একত্রিত হয়ে হামলা চালায় বিএনপি অফিসে। তারা অফিস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বিলবোর্ড ভেঙ্গে ফেলে আ’লীগ কর্মীরা।
রাতে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, ভোররাতে তারা আ’লীগ অফিসে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। সকালে আবার বিএনপি অফিসে আগুন লাগার খবর পান।