ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: শনিবার থেকে শুরু হচ্ছে ১৯ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪।প্রস্তুতির জন্য এবারে ১০ দিন সময় পেছানো হলেও এখনও পুরোপুরি প্রস্তুত নয় মেলা চত্বর। অংশগ্রহণকারীরা বলছেন, পুরো কাজ শেষ করতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। তবে কতৃর্পক্ষের দাবি উদ্বোধনের জন্য প্রস্তুত তারা।

শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হবে এই বাণিজ্য মেলা। কিন্তু প্যাভিলিয়ন আর স্টল তৈরির অগ্রগতি দেখে উদ্বোধনের বিষয়ে এখনও শঙ্কিত মেলায় অংশগ্রহণকারীরা। মূল ফটকের নির্মাণ শেষ হলেও এখনও অর্ধেকেরও বেশি স্টল তৈরির কাজ বাকি রয়েছে।
মেলার আয়োজক কমিটির পরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, মেলা শুরুর পরও কয়েকদিন ধরে চলবে প্রস্তুতির কাজ। আর এবারে নিজস্ব নিরাপত্তা ইউনিটের পাশাপাশি মেলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে র্যাব পুলিশ ও বিজিবি।
এবারের বাণিজ্য মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ৩২টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে জানান এই পরিচালক