হাসিনা পুতিনস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিরোধী দলগুলো ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় দুঃখ প্রকাশ করেছে রাশিয়া। একই সাথে বাংলাদেশের নতুন সরকারের সাথে গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। রুশ বার্তাসংস্থা ইতার-তাসসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়া নিশ্চিত করছে যে, শিগগিরই (বাংলাদেশে) যে সরকার গঠিত হবে সেই সরকারের সাথে গঠনমূলক অংশীদারিত্ব অব্যাহত রাখতে আমরা প্রস্তুত।

আমরা আশা করি, দেশে স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কর্তৃপক্ষ ও বিরোধীরা সংবিধানের বাইরে যাবে না।’