আজ বর্ষসেরা ক্রীড়াবিদরা পুরস্কৃত হচ্ছেন
রুহুল আমীন,ঢাকা: বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রদান করা হবে আজ। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে ২০১১-১২ দুই বছরের বর্ষসেরা পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮ জন ক্রীড়াবিদ, পৃষ্ঠপোষক ও সংগঠকের হাতে সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
২০১১ বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন যারা :
এসএ মহসিন ট্রফি (বর্ষসেরা ক্রীড়াবিদ) সিদ্দিকুর রহমান (গলফ), মামুনুল ইসলাম (ফুটবল), সাকিব আল হাসান (ক্রিকেট), সালমা খাতুন (মহিলা ক্রিকেট), সাইক সিজার (জিমন্যাস্টিক), আ হ ম মোস্তফা কামাল (সংগঠক), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পৃষ্ঠপোষক), বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ (দাবা) ফাহাদ রহমান, বিশেষ সম্মাননা (অ্যাথলেট) সাইদুর রব।
২০১২ বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন যারা
এসএ মহসিন ট্রফি (বর্ষসেরা ক্রীড়াবিদ) তামিম ইকবাল (ক্রিকেট), মামুনুর রহমান চয়ন (হকি), মুশফিকুর রহিম (ক্রিকেট), এনামুল হোসেন রাজীব (দাবা), মাহবুব হারুন (কোচ হকি), সোহাগ গাজী (বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ, (ক্রিকেট), লুৎফর রহমান বাদল (সংগঠক), ওয়ালটন (পৃষ্ঠপোষক), রিয়াজ উদ্দিন আল মামুন (বিশেষ সম্মাননা)।