ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১১ ১১:২১:০১ পূর্বাহ্ন
টাঙ্গাইল : জেলার মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে এই যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রী সাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
জানা যায়, বিরোধী দলের হরতাল-অবরোধ কর্মসূচি না থাকায় এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যায়।
ফলে যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে মির্জাপুর উপজেলার ক্যাডেট কলেজ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।