ফরাসি লিগে হোঁচট খেল মোনাকো
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১১ ১:১৫:৪৯ অপরাহ্ন
রুহুল আমীন,ঢাকা: ফ্রান্সের লিগ ওয়ানে হোঁচট খেল মোনাকো। শুক্রবার রাতে দুর্বল মপেলিয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বড় বাজেটের দলটি।
মপেলিয়ের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফুলব্যাক লেইভিন কুরজাওয়ার গোলে এগিয়ে যায় অতিথিরা। কিন্তু বাই নিয়াংয়ের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
তার নেয়া পেনাল্টি কিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন এসি মিলান থেকে ধারে আসা এই ফরোয়ার্ড।
২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে আছে মোনাকো। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।