অবশেষে নতুন মন্ত্রিসভায় থাকছেন যারা
আহসান আমীন, ঢাকা: নানা জল্পনা কল্পনার পর অবশেষে নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন? পুরোনো মন্ত্রীদের কজন থাকছেন নতুন মন্ত্রিসভায়? নতুন মুখ কারা আসছেন? এসব প্রশ্ন ঘুরে ফিরেই সবার মুখেমুখে। আ’লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে এখন নতুন মন্ত্রীসভা নিয়ে আনন্দের শেষ নেই। কে হচ্ছেন নতুন মন্ত্রীসভায় এমন আলোচনায় সরব।
প্রধানমন্ত্রীর দেয়া মন্ত্রিসভার তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ৪৮ সদস্যের মন্ত্রিসভায় ২৮ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী রয়েছেন বলে জানা গেছে।
সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সুত্র আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, পুরোনোদের মধ্যে যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে তাদের অনেকেই থাকছেন নতুন মন্ত্রিসভায়। পাশাপাশি আসছে বেশকিছু নতুন মুখ।
নতুন মন্ত্রিসভায় এবার নবীন-প্রবীণের সমন্বয় করা হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের অনেককে মন্ত্রিসভায় নেয়া হচ্ছে, যারা গত সরকারের মন্ত্রী ছিলেন না।। তাদের মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম।
এছাড়া নতুন মন্ত্রিসভায় যারা থাকছেন এদের মধ্যে আওয়ামী লীগের আবুল মাল আবদুল মুহিত, ব্যারিস্টার শফিক আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ড. আবদুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, মুজিবুল হক, রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোতাহার হোসেন, মুন্নুজান সুফিয়ান, অ্যাডভোকেট প্রমোদ মানকিন।
জোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আসাদুজ্জামান নূর, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন ও শাহরিয়ার আলম, কাজী নাবিল আহমদ, খালেদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর, নসরুল হামিদ বিপু, শাহরিয়ার আলম, জুনায়েদ আহমেদ পলক।
জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় থাকছেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নামও আলোচনায় রয়েছে। আছে অ্যাডভোকেট আনিসুল হকের নাম।