নিনটেনডোর বিক্রিতে নতুন রেকর্ড
রুহুল আমীন.ঢাকা: গেমিং জগতে একটি বিপ্লবের সূচনা হতে যাচ্ছে। নতুন প্রজন্মের দু’টি গেমিং কনসোলের পাশাপাশি আসছে নতুন দু’টি গেমিং ডিভাইস।
কিন্তু এসবের আড়ালে মোটেই হারিয়ে যায়নি হ্যান্ডহেল্ড গেমিং কনসোল নিনটেনডো। এক ঘোষণায় তারা জানিয়েছে, তাদের ডিভাইস বিক্রি এখন বেশ সরব অবস্থায় রয়েছে।
নিনটেনডোর প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর তারা রেকর্ড-সংখ্যক ১৬ মিলিয়ন নিনটেনডো ৩ডিএস কনসোল বিক্রি করেছে।
এই পরিমান এর আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেশি। অর্থাৎ, ২০১২ এর তুলনায় ২০১৩-তে ৪৫ শতাংশ বেশি নিনটেনডো ৩ডিএস বিক্রি করা সম্ভব হয়েছে।
নিনটেনডো জানিয়েছে, ২ডিএস ও ৩ডিএস এ যাবৎ বিক্রি হয়েছে ৩৫ মিলিয়ন যার মধ্যে কেবল যুক্তরাস্ট্রেই বিক্রি হয়েছে ১১.৫ মিলিয়ন ইউনিট।
আর এবারের সিইএস ২০১৪-তে আসা স্টিম বক্স কিংবা অকিউলাস রিফটের মতো আগামী প্রজন্মের গেমিং গ্যাজেট নিয়ে মোটেই চিন্তিত নয় তারা। বরং, নিনটেনডোর ইভিপি স্কট মফিট-এর ভাষায়, নিনটেনডো ৩ডিএস-এর জন্য সামনের দিনগুলো আরো ভালো যাবে।