খালেদার দুই মামলার চার্জ শুনানি ১৬ ফেব্রুয়ারি
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ১২:৫৭:২২ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার চার্জ গঠনের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক রেজাউল ইসলাম এ আদেশ দেন।
এর আগে নিরাপত্তার কারণে আদালতে উপস্থিত না হওয়ায় খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্যা মিয়া আদালতে সময় আবেদন করেন। পরে আদালত এ তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে রমনা থানায় এবং ২০১১ সালের ৮ আগস্ট চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে তেজগাঁও থানায় মামলা দায়ের করে।