sekh_hasena_soopth_picস্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আ’লীগের সভানেত্রী শেথ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথে নিয়েছেন । রবিবার বিকালে বঙ্গবভনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে ১৯৯৬ সালের অষ্টম জাতীয় সংসদ ও ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় তার দল আওয়ামী লীগ। ওই দুইবারই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

গত পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। ২৯২ আসনের মধ্যে দলটি পায় ২৩২ আসন।রাজনৈতিক সহিংসতার কারণে নির্বাচন হয়নি আটটি আসনে। ৮ জানুয়ারি নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।

এর পরদিনই নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। নির্বাচনী আইন সংক্রান্ত জটিলতায় যশোর- ১ ও ২ আসনের সাংসদদের নাম গেজেটে না থাকায় তারা শপথ নিতে পারেননি।

এছাড়া ওইদিন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ পাঁচজন শপথ নেননি। পরে ১১ জানুয়ারি এরশাদ, নাসিম ওসমানসহ কয়েকজন শপথ নেন।