নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রনালয় পাচ্ছেন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আজ রোববার শপথ নিয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দশম জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ বিভাগে যারা এবার নতুন মুখ তাঁদের মধ্যে নাম বন্টন মন্ত্রীদের নাম ও দফতর আনিসুল হক- আইন ও বিচার, তোফায়েল আহমেদ- বাণিজ্য, আমির হোসেন আমু- শিল্প,
মোহাম্মদ নাসিম- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, অধ্যক্ষ মতিউর রহমান- ধর্ম, কামরুল ইসলাম- খাদ্য, আব্দুল লতিফ সিদ্দিকী ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আসাদুজ্জামান নূর- সংস্কৃতি, আনোয়ার হোসেন মঞ্জু- পরিবেশ ও বন, রাশেদ খান মেনন বেসামরিক বিমান ও পর্যটন,
মোস্তাফিজুর রহমান- প্রাথমিক ও গণশিক্ষা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া- দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ, আ ক ম মোজাম্মেল হক-মুক্তিযুদ্ধ, ছায়েদুল হক- মত্স্য ও প্রাণীসম্পদ, এমাজউদ্দিন প্রমানিক- বস্ত্র ও পাট, আনিসুল ইসলাম মাহমুদ- পানিসম্পদ, আ হ ম মোস্তাফা কামাল- পরিকল্পনা, মোস্তাফিজুর রহমান ফিজার- প্রাথমিক ও গণশিক্ষা, সৈয়দ মহসিন আলী- সমাজকল্যাণ, শামসুর রহমান শরীফ- ভূমি, শাজাহান খান- নৌপরিবহন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন- গৃহায়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
যারা আগের মন্ত্রণালয়েরই দায়িত্বে বহাল আছেন তারা হলেন আবুল মাল আবদুল মুহিত- অর্থ, সৈয়দ আশরাফুল ইসলাম -স্থানীয় সরকার, মতিয়া চৌধুরী- কৃষি, নুরুল ইসলাম নাহিদ- শিক্ষা, হাসানুল হক ইনু- তথ্য, ওবায়দুল কাদের- যোগাযোগ, মুজিবুল হক- রেল, খন্দকার মোশাররাফ হোসেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রীদের দফতর
প্রতিমন্ত্রীদের মধ্যে মুজিবুল হক চুন্নু- শ্রম ও কর্মসংস্থান, ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি, এম এ মান্নান -অর্থ, মির্জা আজম- বস্ত্র ও পাট, প্রমোদ মানকিন-সমাজকল্যাণ, বীর বাহাদুর উ শৈ সিং- পার্বত্য চট্টগ্রাম, নারায়ণ চন্দ্র চন্দ- মৎস ও প্রাণী, বীরেন শিকদার- যুব ক্রীড়া, আসাদুজ্জামান খান কামাল- স্বরাষ্ট্র, শাহরিয়ার আলম- পররাষ্ট্র, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ- ভূমি, ইসমত আরা সাদেক- প্রাথমিক ও গণশিক্ষা, মেহের আফরোজ- মহিলা ও শিশু, মশিউর রহমান রাঙ্গা- পল্লী উন্নয়ন ও সমবায়, জাহিদ মালেক- স্বাস্থ্য ও পরিবার, নসরুল হামিদ-বিদ্যুৎ, জুনাইদ আহমেদ পলক- তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
উপমন্ত্রীদের দফতর
আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব- পানিসম্পদ ও আরিফ খান জয়- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
প্রজ্ঞাপনটি পড়তে এখানে ক্লিক করুন