অবশেষে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ৭:২০:৩৩ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: মান-অভিমান ও নানা নাটকীয়তার অবসান শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একটি সম্মানজনক পদ পেলেন।
এতে এরশাদ সায়িকভাবে সন্তোস প্রকাশ করলেও এতে তিনি খুশি না অখুশি তা পরিস্কার করে গণমাধ্যমের কাছে বলেননি।
তাকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে। মন্ত্রী পদমর্যাদায় এ পদে তিনি একজন পূর্ণ মন্ত্রীর সব সুযোগ সুবিধা ভোগ করবেন।
রোববার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেইন ভূইঞা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।