প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে চারজনকে নিয়োগ
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১২ ৯:১১:১৫ অপরাহ্ন
ফয়েজ মাহমুদ, ঢাকা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে চারজনকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে চারজনকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
এর আগে পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের ছয়জন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন- ব্যারিস্টার শফিক আহমেদ, দিলীপ বড়ুয়া, গওহর রিজভী, আনোয়ার হোসেন মঞ্জু, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং মেজর জেনারেল (অব.) তারিক।