বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৩ ১১:৪২:১১ পূর্বাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ(সোমবার) সকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বধীন বাংলাদেশের স্থপতি ও বাঙালির অবিসংবাদিত এ নেতার প্রতি শ্রদ্ধা জানান।
রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের যাত্রা হয়। ওইদিন বিকেলে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিপরিষদের ৪৯ জন সদস্য শপথগ্রহণ করেন।
প্রথমে শপথ নেন তৃতীয় বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর পর্যায়ক্রমে ২৯ জন পূর্ণমন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী শপথ নেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে ১০ম সংসদের সদস্যরা শপথ নেন। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ নেন শনিবার।