স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম: বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার রায় আগামী ৩০ জানুয়ারি ঘোষণা করা হবে।
সোমবার বিকেলে আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হওয়ার পর এর রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমান।
আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী,ডিজিএফআই এবং এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৫২ জন আসামি রয়েছেন।
উল্লেখ্য, কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে অস্ত্র খালাসকালে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে।অত্যাধুনিক অস্ত্রের এ বিশাল চালানটি নিয়ে তখন দেশব্যাপী তোলপাড় শুরু হয়।
অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।