'হতাশা' থাকলেও সম্পর্ক বজায় রাখবে যুক্তরাষ্ট্র
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৪ ১০:৪৬:৩৫ পূর্বাহ্ন
ঢাকা: বাংলাদেশে সদ্য শেষ হওয়া নির্বাচন নিয়ে ‘হতাশা’ থাকলেও শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেলি হার্ফ সোমবার সংবাদ সম্মেলনে এ কথা জানান।মেরি হার্ফ বলেন, ‘আমরা নবগঠিত শেখ হাসিনা সরকারের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাব।
তবে নির্বাচন নিয়ে আমাদের যে হতাশা আছে, সেটিও পরিষ্কার করছি।’তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করি।
কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচনের বিষয়ে আমাদের হতাশার কথা পরিষ্কার করেছি। আমাদের কাছে মনে হয়েছে, বাংলাদেশের জনমতের গ্রহণযোগ্য প্রতিফলন ঘটেনি এ নির্বাচনে।’