দিনাজপুর-৪ আসনের স্থগিত কেন্দ্রের ভোট গ্রহন ১৬ জানুয়ারী
দিনাজপুর: দিনাজপুর-৪ আসনের স্থগিত হওয়া ৫৭টি কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে। ১৬ই জানুয়ারী ভোট গ্রহন সুষ্ঠভাবে গ্রহন করতে সকল প্রকার প্র্স্তুতি সম্পন্ন হয়েছে বলে জেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানাযায়।
৫ জানুয়ারী অনুষ্ঠিত ১০ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন চলাকালীন সময়ে দিনাজপুর-৪ আসনের চিরিরবন্দর-খানসামা এলাকায় নির্বাচন বিরোধীদের বাধার কারনে ৫৭টি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।
এর মধ্যে চিরিরবন্দর উপজেলার ২০টি ও খানসামা উপজেলার ৩৭টি কেন্দ্রের ১ লক্ষ ৩৪ হাজার ৯শত ১৯জন ভোট প্রদান করতে পারেনি।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, স্থগিত হওয়া ৫৭টি কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, দিনাজপুর-৪ আসনে ১২০টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ৫৭টি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় নির্বাচন কমিশন ফলাফল দিতে পারেনি।