মুন্সিগঞ্জে আ’লীগ কর্মীর আঙ্গুল কেটে নিলো আ’লীগ
রমজান মাহমুদ, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল টরকী গ্রামে মঙ্গলবার দুপুরে এক আ’লীগ কর্মীর ডান হাতের ২ টি আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষ আ’লীগ কর্মীরা।
আশংকাজনক অবস্থায় আ’লীগ কর্মী শহীদুল ইসলাম মামুন সরকারকে (৩৫) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে স্থানীয় আ’লীগ কর্মী হোসেন মীরধার নেতৃত্বে ৬-৭ জনের একটি প্রতিপক্ষ গ্রুপ নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে আ’লীগ কর্মী মামুন সরকারের ডান হাতের শাহাদাৎ ও মধ্যমা আঙ্গুল ২ টি কেটে নেয় বলে স্থানীয় আ’লীগ নেতা রাজু মীরধা দাবী করেন।
পুলিশ এ ঘটনায় কোন অভিযোগ হাতে পায়নি বলে দাবী করেছেন, সদর থানার ওসি শহীদুল ইসলাম।তিনি জানান, আ’লীগ কর্মীরা এক আ’লীগ কর্মীর হাতের ২ টি আঙ্গুল কেটে নিয়েছে বলে লোকমুখে জানতে পেরেছি।