এরশাদ প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: নানা জণ্পনা কল্পনার অবসান শেষে ও মান অভিমান ভাঙ্গার পরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ।
মঙ্গলবার দুপুরে এই চিঠি হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠির বিষয়ে জাতীয় পার্টির সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত করায় এরশাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনাকে এই চিঠি দিয়েছেন এরশাদ।’
তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ দূত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। এ চিঠিতে এর বাইরে আর কিছু নেই।’
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বঙ্গভবনের দরবার হলে মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করে। পরে হুসেইন মুহম্মদ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়।