সাবের এইচ চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ঢাকা ৯ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য  সাবের হোসেন চৌধুরী আজ শপথ নিয়েছেন। বুধবার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁকে শপথ পড়ান।

এ সময় জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুলসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী।

গত ৯ জানুয়ারি আওয়ামী লীগের ২২৬, জাতীয় পার্টির (জাপা) ৩১, ওয়ার্কার্স পার্টির ছয়, জাসদের চারজনসহ জাতীয় পার্টির (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৮৪ জন সাংসদ শপথ নেন।

জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত জাপার সাংসদ নাসিম ওসমান, কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ নাজমুল হাসান এবং চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল শপথ নেন ১১ জানুয়ারি ।