খালেদা জিয়া ফয়েজ মাহমুদ, ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গায়ের জোরে প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগ সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। এর আগেও কেউ টিকতে পারে নাই। সুতারাং গায়ের জোরে বেশ দিন টিকে থাকতে পারবে না। এছাড়া দেশের পরিস্থিতিতে দ্রুত সংলাপের দাবি জানিয়েছেন তিনি।

আগামী ২০ জানুয়ারী সোহরাওয়াদী উদ্যোনে বিএনপির গনসমাবেশ করা হবে। এছাড়া ২৯ জানুয়ারী বিক্ষোভ ও কালো পতাকা মিছিল সারাদেশে অনুষ্ঠিত হবে।

একতরফা নির্বাচনকে প্রত্যাখ্যান করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে আগামী ২০ জানুয়ারি সারা দেশে জেলা উপজেলায় র‌্যালি করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া ঢাকায় শোভাযাত্রা ও সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ  করা হবে।

গণতন্ত্র হত্যার প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ ও কালোব্যাজ ধারণ করবে ১৮ দলের নেতাকর্মীরা। এদিন থেকে দেশব্যাপী পর্যায়ক্রমে সফর শুরু করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে ১৮ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিবস উপলক্ষে প্রেসক্লাবে আলোচনা সভা। ১৯ জানুয়ারি সারা দেশে গণসমাবেশ।

খালেদা জিয়া বলেন, জনগণ বিভ্রান্ত হয়নি। তারা প্রহসনের নির্বাচন বাতিল করে দিয়েছে। আন্দোলনে তারা সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। এ সরকার অগণতান্ত্রিক ও অবৈধ।  আন্দোলনে নিরীহ-নিরাপরাধ মানুষ প্রাণ দিয়েছে। গুম করা হয়েছে কয়েকশ বিরোধী নেতা-কর্মীকে। বিরোধীদের মালামাল-লুট করা হচ্ছে। তাদের ঘরবাড়ি ভেঙ্গে দেয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন পরবর্তী ও পূর্বাপর সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ বক্তব্য দিচ্ছেন। এর আগে সংবাদ সম্মেলন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পূন্ন করেছে ১৮ দলীয় জোট। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া বিএনপি ও ১৮ দলীয় জোটের অবস্থান ও জোটের আগামী দিনের কর্মসূচি দেশবাসীর সামনে তুলে ধরনের। এদিকে সংবাদ সম্মেলনের সংবাদ সগ্রহ করতে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা হোটেল ওয়েষ্টিনের সংবাদ সম্মেলন কক্ষে অবস্থান নিয়েছেন।

এছাড়া সাংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, লে,জে(অব) মাহবুবর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিনর আহমেদ, ড. ওসমান ফারুক, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা।

http://youtu.be/xQnwFCNdLRE