ঐশীর কারণে জেলার শোকজ!
স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: এবার মা-বাবা হত্যাকারী আসামী ঐশী রহমানের কারণে শোকজ হলেন ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেলার। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবীর রাজ আসামী ঐশীকে আদালতে হাজির না করার জন্য বুধবার জেলারকে শোকজ করেছেন।
ঐশীর আইনজীবী প্রকাশ বিশ্বাস ও মাহবুব হাসান রানা আজকের বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগার থেকে ঐশীকে আদালতে হাজির করার দিন ছিল বুধবার।
কিন্তু জেলার আদালতের সেই আদেশ অমান্য করেছেন। কেন ঐশীকে আদালতে হাজির করা হয়নি তা কারাধ্যক্ষকে লিখিত আকারে জানাতে হবে।
মাহবুব হাসান রানা বলেন, ‘ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১২ জানুয়ারি ঐশীর জামিন আবেদন করি। ঐশীর উপস্থিতিতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত বছরের ১৪ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুন হন। ১৭ আগস্ট পল্টন থানায় আত্মসমর্পণ করেন ঐশী। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।