সন্ধ্যায় খালেদা জিয়া-পঙ্কজ শরণ বৈঠক
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৬ ১০:৩৩:০৯ পূর্বাহ্ন
ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জাস্ট নিউজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।বৈঠকে কি বিষয়ে নিয়ে আলোচনা হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি তাদের মধ্যে প্রধান্য পাবে।
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করেছেন।