মাদারীপুরে বসতঘরে অগ্নিকাণ্ড,নিহত ১
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৬ ১২:৪৬:০৩ অপরাহ্ন
মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে রনি হাসান (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্বপূয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রনি হাসান মালয়েশিয়া প্রবাসী আলম বেপারীর একমাত্র ছেলে এবং কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের সম্মান প্রথমবর্ষের ছাত্র ছিলেন।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রনি ঘরের ভেতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় রনির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে থানা সূত্রে জানা গেছে।