road_accident_picময়মনসিংহ: গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের বেলতলা নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২৫ জন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, দুপুর দেড়টার দিকে যাত্রীবাহী বাসটি অপর একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। এতে আহত হয়েছেন ২৫ জন। এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

বাসটি শেরপুর থেকে গৌরীপুর এলাকায় কোনো মাজারে যাচ্ছিল বলে জানালে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।