রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার শোক
ঢাকা: বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি সুচিত্রা সেনের অভিনয়-নৈপূন্যের একনিষ্ঠ অনুরাগী ছিলেন।
তার মৃত্যুতে বাঙালি হারালো চিরায়ত কন্য, জায়া, জননীর আটপৌরে প্রতিভাকে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের উৎকর্ষে ও আগামীর অনুপ্রেরণার এই শিল্পী আমাদের কাছে চির স্মরণীয় থাকবেন।
প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন শুক্রবার ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল বেলভিউতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি অভিনেত্রী কন্যা মুনমুন সেন ও ২ নাতনি রিয়া এবং রাইমাকে রেখে যান।গত ২৩ ডিসেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে বেসরকারি হাসপাতাল বেলভিউয়ে ভর্তি হন সুচিত্রা সেন। এ ছাড়া বহুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।