পঞ্চগড়ে জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত ১, আহত ৫
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৪-০১-১৭ ৬:১২:৫২ অপরাহ্ন
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ফজলুর রহমান (৫৫) নামে এক জন নিহত আহত পাঁচ।উপজেলার ময়দান দীঘি ইউনিয়নের কাদের পুর গ্রামে আজ শুক্রবার বিকেল ৩টার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
স্থানীযয় সূত্রে জানাগেছে, নিজ চাচা-ভাতীজার মধ্যে দির্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ দেখাদিয়ে ছিল। সেই সূত্র ধরে আজ এ ঘটনাটি ঘটে ফজলুর রহমান (৫৫) নিহত ও আসরাফুল (৪০) গ্র“ত আহত সহ মোট পাঁচ জন আহত হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে মৃত দেহটি উদ্ধার করে। বোদা থানা অফিসার ইনচার্জ আক্তার হোসেন ঘটনার সত্যতা শিকার করে জানান,
এ হত্যা কান্ডের মুটিভ দেখে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।