সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার ভুমি প্রতিমন্ত্রী লাঞ্চিত!
চট্রগ্রাম ব্যুরো: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের পর এবার ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ লাঞ্চিত হয়েছেন। আজ পটিয়া উপজেলায় জিরি মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলনে লাঞ্ছিত হলেন আনোয়ারার সংসদ সদস্য ও সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শুক্রবার আছরের নামাজের পর উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেয়ার সময় উপস্থিত মুসল্লিদের রোষে পড়েন তিনি। পরে পুলিশি প্রহরায় সম্মেলনস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি। তবে পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে পটিয়াস্থ জমিয়াতুল ইসলামীয়া জিরি মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের শুরু হলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বেলা ৩টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছেন। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল হালিম বুখারী। তিনি দ্রুত বক্তব্য শেষ করে মন্ত্রীকে বক্তব্য দেয়ার সুযোগ দেন।
মন্ত্রী বক্তব্যের শুরুতেই বলেন, ‘বর্তমান সরকার ইসলাম বিরোধী নয়, এ সরকার ইসলামের পক্ষে কাজ করছে। জননেত্রী শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন।’ তার এমন বক্তব্যেও সঙ্গে সঙ্গেই উপস্থিত মুসল্লিরা হইচই শুরু করে এবং হট্টগোল বেঁধে যায়। লোকজন উত্তেজিত হয়ে মন্ত্রীর দিকে তেড়ে যায়। মাদরাসা কর্তৃপক্ষ বার বার চেষ্টা করেও মুসল্লিদের থামাতে ব্যর্থ হয়। ক্ষুব্ধ মুসল্লিরা মন্ত্রীকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপের চেষ্টা করলে মন্ত্রী বক্তব্য না দিয়েই মঞ্চ ছেড়ে পুলিশি প্রহরায় সম্মেলনস্থল ত্যাগ করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না হয়ে বিশেষ জেলা সুপারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। বিশেষ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ধরনের কোনো কর্মসূচির কথা আপাতত আমার পুরোপুরি জানা নেই। আপনি পটিয়া সার্কেলে এএসপি শামীমের সঙ্গে যোগাযোগ করুন।’