চীনাদের নতুন ব্যবসা,নারীর বুকের দুধ!
রুহুল আমীন,ঢাকা: নারীর বুকের দুধ নতুন বিলাসী পণ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে সম্পদশালী চীনাদের কাছে।বর্তমানে তাদের চাহিদা মেটাতে এ ধরনের সেবা দেয়ার লক্ষ্যে চীনে বেশ কিছু প্রতিষ্ঠানও গড়ে উঠেছে।
বুকের দুধদানে সক্ষম নারীদের মাধ্যমে হংকংয়ের সীমান্তবর্তী শেঝেন শহরে শিনশিনইউ নামের একটি প্রতিষ্ঠান ।
চীনের জনগণের এ নতুন বিলাসী চাহিদা পূরণ করছেষ তারা মূলত নবজাতক শিশুদের জন্য এ ধরনের নারীদের জোগাড় করলেও বেশি অর্থের বিনিময়ে পূর্ণবয়স্ক অনেকেই অধিক পুষ্টিসমৃদ্ধ বুকের দুধ খেয়ে থাকেন।সাউদার্ন মেট্রোপলিস এক রিপোর্টে জানিয়েছে,
পূর্ণবয়স্ক ব্যক্তিরা সরাসরি বুকের দুখ খেতে পারেন বা অস্বস্তিবোধ করলে ব্রেস্ট পাম্পের মাধ্যমে বুকের দুধ সংগ্রহ করে পরেও সেটা খেতে পারেন।সাউদার্ন মেট্রোপলিস আরো জানিয়েছে,
পূর্ণবয়স্কদের বুকের দুধ দিতে সক্ষম নারীরা মাসে ২৬০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। যা শিশুদের বুকের দুধ দেয়ার আয়ের চেয়ে বয়স্কদের দুধ দেয়ার আয়ের পরিমাণ চারগুণ বেশি।
তবে স্বাস্থ্য ভাল এবং রূপসী নারীরা এর চেয়েও অনেক বেশি আয় করতে পারেন।চীনের জনগণের ভেতর এক ধরনের বিশ্বাস রয়েছে যে,
মানুষের বুকের দুধ খুব সহজেই হজম হয়ষ অসুস্থদের জন্য এটি অত্যন্ত একটি উপাদেয় পুষ্টিকর খাদ্য।তবে এ বিষয়টি নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে চীনের বিভিন্ন সামাজিক সাইটগুলোতে।তবে চীনের অনেকেই এটিকে অনৈতিক বলে সমালেচনা করছেন।
এর মাধ্যমে সম্পদশালী চীনারা নারীদের সম্মানকে নৈতিকভাবে অবমাননা করছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বেড়িয়েছে।