স্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর: দিনাজপুরে ছুরিকাঘাতে পুত্রের হাতে পিতা খুন হয়েছে। বিরামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মানিকের ছুরিকাঘাতে তার বাবা আফতাব উদ্দিন (৬০) নিহত হয়েছেন।
রবিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আফতাব উদ্দিন পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি বিরামপুর পৌরসভার জগন্নাথপুর মণ্ডলপাড়ার বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের বাংলঅদেশ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার মায়ের চিকিৎসার খরচ না দেওয়ায় আফতাব উদ্দিনের সঙ্গে মানিকের কথা কাটাকাটি হয়।একপর্যায়ে মানিক তার বাবাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন।
এ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।