রেুহুল আমীন,ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে মেয়েদের বিভাগে অঘটন ঘটলেও কোয়ার্টার-ফাইনালে উঠেছেন পুরুষ এককের দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ।

রোববার ইতালির ফ্যাবিও ফগনিনিকে ৬-৩, ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার এই তারকা।

অস্ট্রেলিয়ান ওপেনে হ্যাটট্রিক শিরোপাজয়ী জোকোভিচের এটা টানা ২৮তম জয়, আর এ টুর্নামেন্টে টানা ২৫তম।

বছরের প্রথম গ্র্যান্ড স্লামে রোববার পুরুষ এককে জিতেছেন তৃতীয় বাছাই ডাভিদ ফেরার। জার্মানির ফ্লোরিয়ান মেয়ারের বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও শেষ পর্যন্ত ৬-৭, ৭-৫, ৬-২, ৬-১ গেমে জেতেন স্পেনের ফেরার। শেষ আটে আরো উঠেছেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বের্ডিখও।

মেয়েদের বিভাগে সার্বিয়ার আনা ইভানোভিচের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ১৪তম বাছাই ইভানোভিচ ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান শীর্ষ বাছাই উইলিয়ামসকে।

হেরে গেছেন মহিলাদের নবম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারও। ইতালির ফ্লাভিয়া পেনেত্তার বিপক্ষে প্রথম সেট হারের পর দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত আর পারেননি, হার মেনেছেন ৬-১, ৪-৬, ৭-৫ গেমে।তবে শেষ আটে উঠেছেন মহিলা এককের চতুর্থ বাছাই চীনের লি না। রাশিয়ার একাতারিনা মাকারোভাকে সহজেই তিনি হারিয়েছেন ৬-২, ৬-০ গেমে।