দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
দেশ প্রতিক্ষণ
প্রকাশ: ২০১৬-০৩-০৭ ৩:০৮:১৭ অপরাহ্ন
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (২২) নামে এক যুবক ও শরিফুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট আলমপুরে ও দুপুর সোয়া ১টার দিকে উপজেলার গোনাইঘর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার ছোট আলমপুর এলাকার চারু মিয়ার ছেলে এবং শরিফুল ইসলাম গোনাইঘর এলাকার গোলাম মোস্তফার ছেলে।
সূত্র জানায়, সকালে ছোট আলমপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, দুপুরে গোনাইঘর এলাকার একটি ভবনে বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুলের মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ছোট আলমপুর এলাকায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।