বোচাগঞ্জে পুলিশের পিকআপ ভ্যান উল্টে কনস্টেবল নিহত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মুর্শিদ হাট ইউনিয়নের চিলাপাড়ায় পুলিশের পিকআপ ভ্যান উল্টে মো. আব্দুল লতিফ (৩৩) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চার পুলিশ সদস্য।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লামজার গ্রামে।
আহতরা হলেন-বোচাগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউর রহমান (৩০), পুলিশ কনস্টেবল মো. আব্দুল গাফ্ফার (৩৫), মো. বেলাল হোসেন (৩৬) ও পিকআপ ভ্যান চালক মো. সোহেল (৩৩)।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বাংলানিউজকে জানান, ভোরে চিলাপাড়ায় টহলরত পুলিশবাহী একটি পিকআপ ভ্যান উল্টে যায়। এতে আব্দুল লতিফসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে আরো পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আব্দুল লতিফের মৃত্যু হয়।
ওসি আরো জানান, পরে অবস্থার অবনতি হওয়ায় আহতদের মধ্যে বেলাল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও মো. আব্দুল গাফ্ফারকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।